বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডি ককের সেঞ্চুরির পর ৩১২ রানের লক্ষ্য পেল অস্ট্রেলিয়া

  •    
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৮:২৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে নামলেই যেন অন্য মুর্তি ধারণ করেন কুইন্টন ডি কক। আজও তার ব্যতিক্রম হয়নি। ১০৬ বল খেলে ১০৯ রান করে ক্রিজ ছেড়েছেন তিনি। এ সময় মেরেছেন পাঁচটি ছক্কা ও আটটি চারের মার।

উদ্বোধনী জুটি যে ভালো শুরু করে গিয়েছিল, তার ওপর ভর করেই বড় পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের সেঞ্চুরির পর বাকিরা দীর্ঘক্ষণ উইকেটে থাকতে না পারলেও রানের চাকা রেখেছিলেন সচল।

শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছেন প্রোটিয়া ব্যাটাররা। ফলে ৩১২ রানের লক্ষ্য পেয়েছে বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের খোঁজে থাকা অস্টেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে নামলেই যেন অন্য মুর্তি ধারণ করেন কুইন্টন ডি কক। আজও তার ব্যতিক্রম হয়নি। ১০৬ বল খেলে ১০৯ রান করে ক্রিজ ছেড়েছেন তিনি। এ সময় মেরেছেন পাঁচটি ছক্কা ও আটটি চারের মার।

অন্যদিকে গত ম্যাচে দ্রুততম শতক হাঁকানো আইডেন মার্করাম ৪৪ বলে করেছেন ৫৬ রান। এছাড়া আর কেউই অর্ধশতকের ইনিংস করতে পারেননি।

চলতি বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচের পর আজও ব্যাট হাতে স্বচ্ছন্দে খেলতে পারেননি টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে তার আত্মবিশ্বাসের অভাব ছিল চোখে পড়ার মতো। দেখেশুনে খেলে ইনিংস বড় করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি থামেন ৩৫ রানে।

১০৮ রানের মাথায় তাকে আউট করেই অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের স্লোয়ার ডেলিভারিটি ঘুরিয়ে উইকেটের পেছন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন বাভুমা। কিন্তু দুর্বল শটটি উপরে উঠে গেলে সেটি লুফে নেন ডেভিড ওয়ার্নার।

এরপর রাইলি ভান ডার ডুসেনকে সাজঘরে পাঠান অ্যাডাম জ্যাম্পা। বদলি হিসেবে ফিল্ডিং করতে নামা শন অ্যাবটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডুসেন। এরপর বিশ্বকাপে প্রোটিয়া উইকেটরক্ষক হিসেবে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ডি কক। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

ডি ককের বিদায়ের পর গত ম্যাচের মতোই অজি বোলারদের পিটিয়ে দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নেন মার্করাম। তবে তার কিছু পরই ৪৪ বলে ৫৬ রান করে বিদায় নেন তিনি। তার ফিরে যাওয়ার পরের ওভারেই ২৭ বলে ২৯ রান করে প্যঅভিলিয়নের পথ ধরেন হাইনরিখ ক্লাসেন।

শেষের দিকে মার্কো ইয়ানসেনকে নিয়ে ইনিংস শেষ করতে চেয়েছিলেন ডেভিড মিলার। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়ে যান মিলার। সাজঘরে ফিরে যাওয়ার আগে ১৩ বলে ১৭ রান করেন তিনি। আর ইনিংসের দুই বল বাকি থাকতে ২২ বলে ২৬ রান করে আউট হন ইয়ানসেন। শেষের দুই ব্যাটার কাগিসো রাবাদা ও কেশব মহারাজ কোনো রানই করতে পারেননি। ফলে শেষমেষ ৩১১ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট নিয়েছেন। জশ হ্যাজলউড, অ্যাডাম জ্যাম্পা ও প্যাট কামিন্স পেয়েছেন একটি করে উইকেটের দেখা।

এ বিভাগের আরো খবর