বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতকে লড়াই করার মতো লক্ষ্য দিল আফগানিস্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২৩ ১৮:৫২

হাশমাতুল্লা শাহিদি ৮৮ বলে ৮০ ও আজমতুল্লাহ ওমরজাই ৬৯ বলে ৬২ রান করেন। ভারতের পক্ষে চার উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। এছাড়া হার্দিক পান্ডিয়া দুটি এবং শরদুল ঠাকুর ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট।

শুরুর বিপর্যয় খুব ভালোভাবেই সামাল দিয়েছিলেন আফগান ব্যাটাররা। তবে উইকেটে দীর্ঘ সময় ধরে থিতু হওয়ার পর রানের গতিও বাড়ে। তবে শেষে ওভারগুলোতে ভারতীয় বোলারদের দারুণ পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ২৭২ রান তুলতে সমর্থ হয়েছে আফগানিস্তান।

হাশমাতুল্লা শাহিদি ৮৮ বলে ৮০ ও আজমতুল্লা ওমরজাই ৬৯ বলে ৬২ রান করেন। ভারতের পক্ষে চার উইকেট নিয়েছেন জশপ্রিত বুমরাহ। এছাড়া হার্দিক পান্ডিয়া দুটি এবং শরদুল ঠাকুর ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট।

এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাসই দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। তবে তাদের জুটি বেশি বড় করতে দেননি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ দেন ২২ রান করা ইব্রাহীম। তার বিদায়ে ভাঙে গুরবাজের সঙ্গে ৩২ রানের উদ্বোধনী জুটি।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই আউট হয়ে যান আরেক ওপেনার গুরবাজ। হার্দিক পান্ডিয়ার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেন গুরবাজ। ডিপ ফাইন লেগে থাকা শর্দুল ঠাকুর দারুণ দক্ষতায় ক্যাচ লুফে নেয়ায় সাজঘরে ফিরে যেতে হয় ২৮ বলে ২১ রান করে। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি রহমত শাহও।

শর্দুলের বলে ড্রাইভ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ১৬ রান করা এই ব্যাটার। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে তারা দুজন আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় বোলারদের সামাল দিয়ে ৬২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজমতউল্লাহ।

তাকে সঙ্গ দেয়া হাশমতউল্লাহ পঞ্চাশ ছুঁয়েছেন ৫৮ বলে। তাদের দুজনের ১২১ রানের জুটি ভাঙেন হার্দিক। ডানহাতি এই পেসারের বলে আউটসাইড এজ হয়ে বোল্ড হন ৬২ রানের ইনিংস খেলা এই ব্যাটার। এদিকে ৮ চার ও এক ছক্কায় ৮৮ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন হাশমতউল্লাহ।

শেষ দিকে আর কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। মোহাম্মদ নবি ১৯ এবং রশিদ খান ১৬ রান করলে ২৭২ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

এ বিভাগের আরো খবর