বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ভ্যারিফায়েড ফেসবুক পেজে রোববার দেয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি অবশ্যই আশা করছি দল ভালো করবে।’
দল ভালো খেলতে না পারলেও মারশাফি টাইগারদের সমর্থন করবেন জানিয়ে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি (ভালো) নাও করে, আমি দলের সঙ্গেই থাকব। আপনারা (দর্শক) তখন আমাকে গালি দিতে পারেন, ট্রল করতে পারেন।’
তিনি টাইগারদের দেখিয়ে দিতে বলেছেন তারা কতটা ভালো খেলতে পারে।
১৫ সেকেন্ডের এ ভিডিওতে মাশরাফি বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে বলেন, ‘কাম অন টাইগার, শো দ্য ওয়ার্ল্ড হাউ গুড ইউ আর।’
এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর শনিবার ভিডিওবার্তা নিয়ে আসেন মাশরাফি। বার্তার শুরুতেই তিনি তামিম বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ও সে সংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে বৃহস্পতিবার দেয়া ভিডিওবার্তায় মাশরাফি বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্সড (অভিজ্ঞ) ওপেনার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানও তার পক্ষে। সব মিলিয়ে তামিম দলে থাকলে ভালো হতো। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।’
ওই ভিডিওবার্তায় মাশরাফি বলেন, ‘তামিমের উত্তেজিত হয়ে বিশ্বকাপে না রাখার মন্তব্যটি সঠিক ছিল না। বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর তামিম কিছুটা উত্তেজিত হয়ে যায় এবং সে দলে থাকতে চায়নি। আমি মনে করি যে এটা ভুল সিদ্ধান্ত ছিল।’
তামিমকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয় মঙ্গলবার রাতে। বুধবার এক ভিডিওবার্তায় তামিম জানান, কয়েক দিন আগে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ভালোভাবে জড়িত এক ব্যক্তি তাকে ফোন করে বলেছিলেন, তিনি যেন বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচে না খেলেন। আর খেললেও ওপেনিংয়ের বদলে নিচের দিকে ব্যাট করেন। এমন প্রস্তাবে তামিম উত্তেজিত হয়ে বলেছিলেন, তাকে যেন বিশ্বকাপে না রাখা হয়।