বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টস জিতে ফিল্ডিয়ে বাংলাদেশ: বোলারদের উড়ন্ত সূচনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২৩ ১৮:৩৪

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। ১ টি করে উইকেট পেয়েছেন তাসকিন,শরিফুল এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতে সাকিব বলেন, ‘উইকেট ভালো। ৪০ ওভার ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা। আফগানিস্তান ভালো দল।ওদের সঙ্গে খেলা চ্যালেঞ্জের, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরাও।‘

সিলেটের উইকেট সম্পর্কে সাকিব বলেন,’সিলেটের পিচে ক্যারি ও বাউন্স আছে, সেটি কাজে লাগাতে হবে আমাদের।‘

আজ তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।

খেলা শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সিলেটের আবহাওয়া এখন খেলার উপযোগী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। ১ টি করে উইকেট পেয়েছেন তাসকিন,শরিফুল এবং নাসুম আহমেদ।

আফগানিস্থান সাথে ঢাকার একমাত্র টেস্টে বিশাল জয় পেলেও ওয়ানডে সিরিজটা ভালো যায়নি।সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা আত্নবিশ্বাসী বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

এ বিভাগের আরো খবর