তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। এবার ধবলধোলাইয়ের আশঙ্কা। মান বাঁচানোর তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।
প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ে জেতা যায়। দ্বিতীয় ম্যাচে এ বিষয়টা প্রমাণ করে মঙ্গলবার শেষ ওয়ানডেতেও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সফরকারী আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ গড়িয়েছে দুপুর ২টায়।
চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। শেষ ওয়ানডের দল থেকে বাদ দেয়া হয়েছে হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল (ডি/এল মেথড) ১৭ রানে। আর দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে তারা জয় পায় ১৪২ রানের বিশাল ব্যবধানে।
আজ জিততে না পারলে সিরিজ হারের লজ্জার ষোলকলা পূর্ণ করবে বাংলাদেশ দল।