অবসরের ঘোষণা দেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আবার মাঠে ফেরার সিদ্ধান্ত এসেছে তামিম ইকবালের।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামিম। প্রধানমন্ত্রী তাকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিলে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
সাংবাদিকদের তামিম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।
তিনি বলেন, ‘কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’
সিদ্ধান্ত অনুযায়ী, দেড় মাসের ছুটিতে থাকবেন তামিম ইকবাল। এর পর এশিয়া কাপ দিয়ে তিনি ফিরবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিজের ও তামিমের দুটি ছবি পোস্ট করে মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’
এর আগের দিনই দুপুরে হঠাৎ করেই এক জরুরি সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
কাঁদতে কাঁদতে এই ঘোষণা দিয়ে তিনি এদিন বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নাই। আমি অনেক কিছু বলতে চাই আসলে। পরিস্থিতিকে রেসপেক্ট করি। এত বছর খেলেছি।’
ওই সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি।’
এই ঘোষণার পর দিন শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তামিম। তাকে দেখা করতে ডাকেন প্রধানমন্ত্রী। এর পর বিকেলে গণভবনে যান তামিম। তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ভাপতি নাজমুল হাসান ও দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।