আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন তামিম ইকবাল।
প্রধানমন্ত্রীর ডাকে বিকেলে তিনি গণভবনে যান। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ভাপতি নাজমুল হাসান ও দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এর আগে এদিন সকালেই তামিম চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন তামিম। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে মাশরাফির সঙ্গে কথা হয় তার।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার হোটেল টাওয়ার ইনে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তিনি।
কাঁদতে কাঁদতে এই ঘোষণা দিয়ে তামিম বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নাই। আমি অনেক কিছু বলতে চাই আসলে। পরিস্থিতিকে রেসপেক্ট করি। এত বছর খেলেছি।’
তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি।’