ক্রিকেট বিশ্বকাপের আর বাকি তিন মাস। অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে এ বিশ্ব আসর। ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। ঠিক এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে অভিহিত করেছে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৩তম আসরের আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম। বাংলাদেশের নিয়মিত খেলোয়াড় তিনি। তার হঠাৎ চলে যাওয়া জাতীয় দলের জন্য ধাক্কা।
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার হোটেল টাওয়ার ইনে বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান।
এতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত কোনো বক্তব্য দেননি তামিম। বিদায়ের কারণ নিয়েও বিস্তারিত কিছু বলেননি এ ক্রিকেটার।
তামিম বলেন, ‘নরমালি এ রকম সিচুয়েশনে মানুষ স্পিচ লিখে আসে। আমি আসলে ওই রকমভাবে অত প্রিপেয়ার্ড না। আমি থ্রুআউট মাই লাইফ কোনো সময় কোনো জায়গায় যখনই কোনো স্পিচ দিই অথবা কোনো কিছু বলি, আমি কোনো কিছু লিখে নিয়ে যাই।’
সংবাদ সম্মেলনকক্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবসরের বিষয়ে তামিম বলেন, ‘ইয়েস্টারডে অ্যাগেইনস্ট আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম (গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচই ছিল আমার শেষ আন্তর্জাতিক খেলা)। আই অ্যাম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট ইফেক্টিং রাইট নাউ (আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হচ্ছে)।’
অবসরের সিদ্ধান্ত আকস্মিক ছিল না জানিয়ে এ ব্যাটার বলেন, ‘এটার পেছনে খুব সাডেন (আকস্মিক) কোনো ডিসিশন ছিল না। আই ওয়াজ থিংকিং অ্যাবাউট ইট (আমি এ নিয়ে ভাবছিলাম)। এটার ডিফরেন্ট ডিফরেন্ট রিজনস (ভিন্ন ভিন্ন কারণ) আছে, যেটা আই ডোন্ট থিংক, আমার এখানে বলার দরকার আছে।’
ওই বক্তব্যের পর জনাকীর্ণ কক্ষে একজন সাংবাদিকের প্রতি উষ্মা প্রকাশ করে তাকে বেরিয়ে যেতে বলেন তামিম। পরে তিনি বলেন, ‘সো আমি যেটা বলছিলাম যে, এটা না যে, আমি হুট করে ডিসিশন নিয়েছি। এটা আমি বেশ কয়েক দিন ধরে কথা বলছিলাম। ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম।
‘সো আই থট দিজ ইজ দ্য রাইট টাইম ফর মি টু টেক অ্যাসাইড অ্যান্ড রিটায়ার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট (তাই আমি মনে করেছি সরে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময়)। আই নিড টু থ্যাংক ইউ পিপল, যেটা আমার কাছে মনে হয় দে ডিজার্ভ।’
ওই বক্তব্যের পর কান্নায় ভেঙে পড়েন তামিম। পরে আবার কথা বলা শুরু করেন তিনি।
বক্তব্য শেষ করার পর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে যান তামিম ইকবাল।