আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে ব্রাজিল।
পর্তুগালের লিসবনে মঙ্গলবার রাতে মাঠে নেমে এমন বিপদের মুখে পড়ে পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দলটি।
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে মাত্র একটিতে।
এক অর্থে স্থায়ী কোনো কোচই খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন রামন মেনেজেস।
সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে করেছেন জোড়া গোল। ম্যাচের শুরুতে এগিয়েই ছিল ব্রাজিল। ১১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে লুকাস পাকেতা হেডে দলকে এগিয়ে নেন।
সেনেগাল সমতায় ফেরে ২২তম মিনিটে। ফরোয়ার্ড হাবিব দিয়ায়ো পথ দেখান। আর ৫২ মিনিটে নিজেদের জালেই বল জড়ান মার্কিনিওস। পরে সেনেগালের হয়ে বাকি দুটি গোল করেন মানে, এর মধ্যে একটি এসেছে পেনাল্টি থেকে।