বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুন, ২০২৩ ১৮:৫৭

সেমিফাইনালে বাংলাদেশ ৬ রানে পাকিস্তানকে হারায়। বুধবার ফাইনালে নারী টাইগারদের মুখোমুখি হবে ভারত।

এসিসি নারী ইমার্জিং টিমস কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টাইগার লতা মণ্ডলের দলের ৫৯ রানের জবাবে পাকিস্তানের মেয়েরা ৫৩ রান তুলতে সক্ষম হয়।

বুধবার ফাইনালে নারী টাইগারদের থাবা মোকাবিলা করতে হবে ভারতকে।

সেমিফাইনালে বাংলাদেশ ৬ রানে পাকিস্তানকে হারায়। টুর্নামেন্টে মূলত বাংলাদেশ ‘এ’ দল খেলছে।

সেমিফাইনালটি সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি হানা দেয়ায় বল মাঠে গড়ায়নি। ফলে মঙ্গলবার রিজার্ভ ডেতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আজও বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামিয়ে আনা হয়।

টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।

ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩ চার ও ১ ছয়ে ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা।

পরে ২০ বলে ১০ রানে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।

জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিল পাকিস্তান।

কিন্তু পরের ৩ ওভারে বাংলাদেশের বোলারদের নৈপুন্যে চাপে পড়ে পাকিস্তান।

৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে হারের দিকে এগোতে থাকে তারা। শেষ পর্যন্ত ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান।

ম্যাচ সেরা হন বাংলাদেশের নাহিদা।

অপরদিকে ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারণে শুরুই হতে পারেনি। তাই গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ভারতকে ফাইনালের টিকিট দেয়া হয়।

এ বিভাগের আরো খবর