বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানকে উড়িয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ জুন, ২০২৩ ১২:৩১

বাংলাদেশের দেয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১১৫ রান করেছে আফগানিস্তান। এর ফলে ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

রাজধানীর মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

স্বাগতিকদের দেয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানে থেমেছে সফরকারীদের ব্যাটিংয়ের চাকা। এর ফলে ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

মিরপুর টেস্টে জয়টিই এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে বিজয়। টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয় এটি।

ইএসপিএন ক্রিকইনফোর ডেটা অনুযায়ী, টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। ১৯২৮ সালের ৩০ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানের জয় পায় দলটি।

টেস্ট ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়টি পায় অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালের ১৮ আগস্ট ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় দলটি।

গত বুধবার থেকে শুরু হওয়া টেস্টে প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। জবাবে দুই বছর পর টেস্ট খেলতে নামা আফগানিস্তান প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্যুতি ছড়াতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও সেঞ্চুরি হাঁকান শান্ত। তার ১২৪ রানের পাশাপাশি হার না মানা ১২১ রান করেন মমিনুল হক।

সেঞ্চুরি না পেলেও ৭১ রান করেন জাকির হাসান। আর ৬৬ করে অপরাজিত ছিলেন অধিনায়ক লিটন দাস।

ম্যাচের তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেটি তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।

শরিফুলের বলে এলবিডব্লিউর শিকার হওয়া ইব্রাহিম জাদরান কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। তাসকিনের বলে লিটনের তালুবন্দি হয়ে আবদুল মালিক ৫ রান করে সতীর্থের পথ ধরেন।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করা রহমত শাহ এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৮ করা করিম জানাতকেও ফেরান তাসকিন। বাকি ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

এ বিভাগের আরো খবর