এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতিক-উজ-জামান। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের জার্সির নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের জার্সি ঘামে ভিজে যেতে দেখা যায়।
আতিক অভিযোগ করেন, ‘পাকিস্তান খেলোয়াড়রা নিম্নমানের কিটে ঘামে ভিজছে, অন্য দলগুলো পরে আছে- মানসম্মত ড্রাই-ফিট জার্সি। এটাই হয় যখন টেন্ডার দেওয়া হয় বন্ধুদের হাতে, পেশাদারদের নয়। ঘামের থেকেও বেশি ঝরছে দুর্নীতি।’
এদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে উঠলেও ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তায় আছেন অধিনায়ক সালমান আলি আঘা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা কাজটা শেষ করেছি, কিন্তু মাঝের ওভারে আরও ভালো ব্যাটিং করতে হবে। বোলাররা দারুণ করেছে। তবে ব্যাট হাতে সেরা পারফরম্যান্স এখনো আসেনি। যদি ভালো ব্যাটিং করতাম, ১৭০-১৮০ রান তুলতে পারতাম।’ পাকিস্তান ওই ম্যাচে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে।
শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস দলকে মোটামুটি পুঁজি এনে দেয়। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতা আবারও সামনে এসেছে। অধিনায়ক আঘা জোর দিয়ে বলেন, দলের সবচেয়ে বড় কাজ এখন ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাটিং উন্নত করা। ‘আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। শুধু চাই ভালো ক্রিকেট খেলতে, তাহলেই বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব।’ পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোরে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে।