লিওনেল মেসি আর তার আর্জেন্টিনা দল বাংলাদেশে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। তবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিকাশ। বাংলাদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে আঞ্চলিক স্পনসরশিপের চুক্তি করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া এ চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল বাংলাদেশের মানুষের আবেগ-উচ্ছ্বাস ভরা সমর্থন পেয়েছে। বাংলাদেশেরই স্বনামধন্য ফিনটেক কোম্পানি বিকাশের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুব খুশি।’
বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদির আশা প্রকাশ করে বলেন, ‘এই চুক্তির সাহায্যে আমরা খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার নতুন নতুন সুযোগ খুঁজে বের করব। একইসঙ্গে বাংলাদেশের অনুপ্রেরণাদায়ী, আবেগী গল্পটাও বিশ্বকে জানানোর সুযোগ পাওয়া যাবে।’