বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বের্নাবেউতে ৯ বছর পর কোপা দেল রে ফেরালেন আনচেলত্তি

  • অপূর্ব কুমর দত্ত, ডেস্ক   
  • ৭ মে, ২০২৩ ১০:৫৫

এ নিয়ে ২০ বারের মতো কোপার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ, তবে এতবার চ্যাম্পিয়ন হয়েও কোপা দেল রে শিরোপাজয়ীদের তালিকায় দলটি তৃতীয়।

২০১৩-১৪ মৌসুমে কার্লো আনচেলত্তির কোচিংয়েই সবশেষ কোপা দেল রে জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালে রিয়ালের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর লিগ ও ইউরোপ চ্যাম্পিয়ন হলেও বিশেষ এই ঘরোয়া ট্রফি থেকে এত বছর বঞ্চিত ছিল মাদ্রিদ জায়ান্টরা।

বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটন ঘুরে রিয়াল মাদ্রিদে ফিরে লস ব্লাঙ্কোসদের ৯ বছরের সেই আক্ষেপ ঘোচালেন ইতালির এ কোচ।

শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। আর তাতেই স্পেনের ওই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পায় ভিনিসিউস-বেনজেমারা।

এ নিয়ে ২০ বারের মতো কোপার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ২০ বার চ্যাম্পিয়ন হয়েও কোপা দেল রে চ্যাম্পিয়নের তালিকায় তৃতীয় দলটি।

রেকর্ড ৩১ বার চ্যাম্পিয়ন হয়ে এই তালিকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আবার লা লিগায় ভালো করতে না পারলেও ২৩ বার কোপা দেল রে জিতে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আথলেতিক বিলবাও।

স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন বা লা লিগা জয়ে বার্সেলোনার (২৬) চেয়ে রিয়াল মাদ্রিদ (৩৫) অনেক এগিয়ে থাকলেও ঘরোয়া ট্রফিটি নিয়ে সবসময়ই দাপট দেখায় স্প্যানিশ ও ইউরোপীয় ফুটবলে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাই কোপা দেল রে জয়ের পর উচ্ছ্বাসটা একটু বেশিই থাকে রিয়ালের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে।

শনিবার এই উচ্ছ্বাস দেখা গেছে কোচ আনচেলত্তির মধ্যেও। ম্যাচ শেষে বেশ কিছুসময় ধরে দর্শকদের সঙ্গে আনন্দে ভাগ করে নেন তিনি। ড্রেসিং রুমে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গেও একাধিকবার উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে।

চলতি মৌসুমে লিগ জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে এখনও ভালোভাবে টিকে আছে রিয়াল। আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

চলতি মৌসুমে ঘরোয়া ট্রফির প্রায় সবগুলোই হাতছাড়া হতে হতে কোপা দেল রে জয় স্বস্তি ফিরিয়েছে সান্তিয়াগো বের্নাবেউতে।

এ বিভাগের আরো খবর