বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুর্কমেনিস্তানকে ৬ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ এপ্রিল, ২০২৩ ২১:৩৬

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জিতব আমরাই।’ ম্যাচের স্কোরলাইন বলছে, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে বুধবার এই জয় এসেছে।

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, ‘নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জিতব আমরাই।’ ম্যাচের স্কোরলাইন বলছে, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে বাংলাদেশ।

৪-৩-৩ ফর্মেশনে খেলা বাংলাদেশ ম্যাচের শুরুতেই, তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায়। ৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুইনুয়ে মারমা। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান রুমা আক্তার। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের অনুকুলে ব্যবধান ৪-০ করেন থুইনুয়ে মারমা। ৬০ ও ৮২ মিনিটে পরের দুটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি ও বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামা তৃষ্ণা। এই দুটি গোলই আসে পেনাল্টি থেকে।

প্রথম ম্যাচের জয়ে লক্ষ্যপূরণের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বের ডি গ্রুপে তুর্কমেনিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুরকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে পারলেই পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য বাংলাদেশের।

টুর্নামেন্টেে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ ম্যাচ ৩০ এপ্রিল সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ২৮ এপ্রিল গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান মুখোমুখি হবে।

এ বিভাগের আরো খবর