বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোহাগের জায়গায় ব্যক্তিগত সহকারীকে বসালেন সালাউদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ এপ্রিল, ২০২৩ ২০:৪৫

প্রেস ব্রিফিংয়ে বাফুফের সহ-সভাপতি এবং ফিনান্স কমিটির প্রধান সালাম মুর্শেদী বলেন, ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমরা ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দিচ্ছি। তিন মাসের না হলে সর্বোচ্চ ছয় মাসের জন্য। এরপর আমরা বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী আহবান করে সাধারণ সম্পাদক নিয়োগ দেব।’

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) কর্তৃক বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের অভিযোগে দুই বছর নিষিদ্ধ করার পরই বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ফিফা শাস্তি ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করতে এবং পরবর্তী সিদ্ধান্ত জানাতে জরুরি বোর্ড সভার কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বিকেল ৪টায় মতিঝিলের বাফুফে ভবনের বোর্ড রুমে সে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিফার নিষেধাজ্ঞা মুখে পড়া সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার জায়গায় বাফুফের প্রটোকল ম্যানেজার এবং বাফুফে সভাপতির ব্যক্তিগত সহকারী (পিএস) ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগের কথা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে বাফুফের সহ-সভাপতি এবং ফিনান্স কমিটির প্রধান সালাম মুর্শেদী বলেন, ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমরা ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দিচ্ছি। তিন মাসের না হলে সর্বোচ্চ ছয় মাসের জন্য। এরপর আমরা বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী আহবান করে সাধারণ সম্পাদক নিয়োগ দেব।’

এ বিভাগের আরো খবর