বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি-এমবাপ্পের গোলে পিএসজির হাতের নাগালে শিরোপা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ এপ্রিল, ২০২৩ ১২:৪৮

তবে লাস কোচ ফ্রাঙ্ক হাইসে হাল ছেড়ে দিয়েছেন, ‘আজ পয়েন্টের ব্যবধান কমাতে পারলে ভালো লাগত। কিন্তু সেটা করতে পারলেও খুব কঠিন হতো। প্যারিসই শিরোপা জিতবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

প্রথমে ফ্রেঞ্চ ফরোয়ার্ড গোল করলেন, তারপর ব্রাজিলিয়ান তারকা, মধুময় সমাপ্তি আর্জেন্টাইন ফরোয়ার্ডের পায়ে। পিএসজির জার্সিতে এমন কিছু মানে তো মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর ঝলক। শনিবার অনেকটা তেমনটাই হয়েছে। শুধু চোটগ্রস্ত নেইমারের জায়গাটা নিয়েছেন ভিতিনিয়া।

শনিবার প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে এমবাপ্পে, ভিতিনিয়া ও মেসির গোলে লিগ শিরোপার একদম কাছে চলে গেছে পিএসজি। শনিবার রাতে লিগ দৌড়ে দুইয়ে থাকা লাসকে ৩-১ গোলে হারিয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে লা পারিজিয়ারা।

পার্ক দে প্রিন্সেসে খেলা, ম্যাচটা এমনিতেই কঠিন হতো লাসের জন্য। ১৯ মিনিটে সালিস আবদুল সামেদ লাল কার্ড দেখে বেড়িয়ে পড়ার পরই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

৩১ মিনিটে গোলের উল্টো দিকে মুখ করে থাকা এমবাপ্পে বল পেয়েছিলেন বক্সে। মুহূর্তেই শরীর ঘুরিয়ে নেয়া ফ্রেঞ্চ ফরোয়ার্ডের শট দূরের পোস্ট ঘেঁষে ঢুকেছে। ৩৭ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে নেয়া ভিতিনিয়ার শটও একই ভাবে জালে গেছে। তবে মিনিট তিনেক পর মেসির গোল সৌন্দর্যে আগের দুই গোলকে ছাড়িয়ে গেছে।

বক্সের বাইরে বল পেয়ে সেটা এমবাপ্পেকে দিয়েই নিজে চলে গেছেন ডান পোস্টের দিকে। এমবাপ্পের ব্যাকহিল যখন পেলেন, তখন মেসি বেশ দুরূহ কোণে চলে গেছেন। সেখান থেকেই মেসির শট দূরের পোস্ট দিয়ে জালে চলে গেছে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করেছে। কিন্তু ফ্রাঙ্কোস্কির পেনাল্টি ম্যাচের ফলে কোনো প্রভাব রাখেনি।

৭ ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার পরও গাছাড়া দিতে রাজি নন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। বর্ণ ও মুসলিম বিদ্বেষের অভিযোগ মাথায় নিয়ে নামা এই কোচ বলেছেন, ‘লিগ জেতা হয়ে গেছে ভাবলে চলবে না। অগ্রগামিতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং অন্য দলগুলোকে কোনো আশা দেয়া যাবে না।’

তবে লাস কোচ ফ্রাঙ্ক হাইসে হাল ছেড়ে দিয়েছেন, ‘আজ পয়েন্টের ব্যবধান কমাতে পারলে ভালো লাগত। কিন্তু সেটা করতে পারলেও খুব কঠিন হতো। প্যারিসই শিরোপা জিতবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

এ বিভাগের আরো খবর