ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের সময় চোট পেয়ে যেভাবে মাঠ ছেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস, তা দেখেই আঁচ করা যাচ্ছিল চোটের গভীরতা। শেষ পর্যন্ত ক্লাবের বিবৃতিতে জানা গেল বিস্তারিত। পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুমই শেষ হয়ে গেছে এই আর্জেন্টাইন ডিফেন্ডারের।
ওই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক ইউনাইটেড ডিফেন্ডার রাফায়েল ভারানও। তবে মার্তিনেসের মতো তার চোট মৌসুম শেষ করে দেয়া নয়, কয়েক সপ্তাহ পর মাঠে ফিরতে পারেন এই ফরাসি ডিফেন্ডার।
মার্তিনেস এবং ভারানের চোট নিয়ে দেয়া বিবৃতিতে ইউনাইটেড জানায়, পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ায় মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিসান্দ্রো। তবে আগামী মৌসুমের প্রস্তুতির জন্য আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
মৌসুমের শেষভাগে এসে চোট সমস্যায় কাবু প্রিমিয়ার লিগের সেরা চারে থাকতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। মার্তিনেস-ভারানদের পাশাপাশি এখন চোট নিয়ে মাঠের বাইরে আছেন ফর্মে থাকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড, আলহান্দ্রো গারনাচো, মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে এবং ডনি ফন ডে বিকও।
২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে এখন প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যান ইউনাইটেড। এছাড়া এফএ কাপ এবং ইউরোপা লিগের দৌড়েও এখনও টিকে আছে দলটি।