বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেমিফাইনালে এক পা রাখল রিয়াল মাদ্রিদ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ এপ্রিল, ২০২৩ ১৪:১৬

ম্যাচ শেষে অবশ্য ম্যাচের ফল নিয়ে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ কালো আনচেলত্তির বলেন, ‘আমরা ফলাফলে সন্তুষ্ট, পারফরম্যান্স নিয়েও। তবে (লড়াই) এখানেই শেষ নয়। আমরা জানি, চেলসি পরের সপ্তাহে নিজেদের উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করবে।’

দুঃসময় যেন পিছু ছাড়ছে না চেলসির। ধারাবাহিক ব্যর্থতার কারণে কিছুদিন আগেই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করেছে স্টামফোর্ড ব্রিজের দলটি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালনের জন্য ফিরিয়ে এনেছে ঘরের ছেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু তাতেও ভাগ্য বদল হয়নি চেলসির। লিগে উলভারহ্যাম্পটনের কাছে হারের পর এবার চ্যাম্পিয়নস লিগে হারল রেয়াল মাদ্রিদের কাছে।

বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ।

ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় একে তো সফলতম দল রিয়াল মাদ্রিদ। তার ওপর তার খেলেছে ঘরের মাঠে। পথভ্রষ্ট চেলসির বিপক্ষে তাই মাদ্রিদের জয়টা অনুমিতই ছিল। ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন অনেক রিয়াল মাদ্রিদের অনেক অগ্নিপরীক্ষায় ত্রাতা হয়ে উঠে করিম বেনজেমা।

ডি বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের উঁচু করে বাড়ানো বল পেয়ে ভলি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি দলকে। কাছাকাছি থাকা বেনজেমা বল পেয়ে গেলে তা জালে জড়িয়ে দেন। এই গোলটিকে ধরে চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের সবশেষ ১১টি গোলই ইংলিশ দলের বিপক্ষে।

পিছিয়ে পড়ার পরও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি চেলসি। উল্টো বিরতির পর, ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। তাতে ১০ জনের দল হয়ে পড়ে চেলসি। এরপর আরও ছন্নছাড়া হয়ে উঠে চেলসি। ৭৪ মিনিটে রেয়াল মাদ্রিদের ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। এর তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

পাওয়া সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে গোলের সংখ্যা বাড়তে পারত মাদ্রিদের। ম্যাচ শেষে অবশ্য ম্যাচের ফল নিয়ে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ কালো আনচেলত্তির বলেন, ‘আমরা ফলাফলে সন্তুষ্ট, পারফরম্যান্স নিয়েও। তবে (লড়াই) এখানেই শেষ নয়। আমরা জানি, চেলসি পরের সপ্তাহে নিজেদের উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করবে।’

চ্যাম্পিয়নস লিগে দিনের আরেক খেলায় ইসমাইল বেননাসেরের গোলে এসি মিলান হারিয়েছে নাপোলিকে।

এ বিভাগের আরো খবর