আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই ভারতের উদ্দেশে উড়াল দেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগেই দলের ক্যাম্পে যোগ দেন। তবে এরপর দিল্লি একে একে তিন ম্যাচ খেলে ফেললেও বাংলাদেশের এ পেসারকে দেখা যায়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশে সুযোগ দিল দিল্লি ক্যাপিটালস।
আজ মোস্তাফিজদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই ভারতের উদ্দেশে উড়াল দেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগেই দলের ক্যাম্পে যোগ দেন। তবে এরপর দিল্লি একে একে তিন ম্যাচ খেলে ফেললেও বাংলাদেশের এ পেসারকে দেখা যায়নি।
আইপিএলে এখন পর্যন্ত জয় পায়নি দিল্লি ও মুম্বাই। সুতরাং এ ম্যাচের পরাজিত দলের জায়গা হবে পয়েন্ট টেবিলের তলানিতে।