বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কিল নয়, মানসিকতা বদলাতে হবে: সোহান

  • ক্রীড়া ডেস্ক   
  • ৪ অক্টোবর, ২০২৫ ০১:১৩

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে গতকাল টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। তবে জেতার পরও কথা ওঠে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। ১৫১ রানের টার্গেটে এদিন বাংলাদেশের ওপেনিং জুটি ভালো করলেও মিডল অর্ডারের ব্যাটিং কলাপ্সে ১১৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে জাকের আলীর দল। শেষ পর্যন্ত দলকে উদ্ধার করে ম্যাচ জেতান নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে অবশ্য উইকেটরক্ষক এ ব্যাটার নিজের দলের মানসিকতার ওপর প্রশ্ন রেখেছেন।সোহান বলেন, ‘আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কখনো কখনো মানসিকতার কারণে ব্যর্থ হই। আজকের উইকেট একই ছিল। ইমন আর তানজিদ ভাল শুরু দিয়েছিল। কিন্তু হয়তো আমাদের ভেতরে সন্দেহ তৈরি হয়েছিল। কারণ রশিদ আর নূর আহমেদ দুজনেই বিশ্বমানের স্পিনার। আমার মনে হয় স্কিলের চেয়ে এখানে আমাদের মানসিকভাবে উন্নতি করা প্রয়োজন বেশি।’ বাংলাদেশ ভ্রমণ গতকাল শারজাতে ১৫১ রানের টার্গেটে দারুণ শুরু করেছিল টাইগাররা। এশিয়া কাপে ব্যর্থ দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন এবার ঝড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা এনে দেন। ১১ ওভারেই দল ছুঁয়ে ফেলে ১০০ রান। কিন্তু মাত্র ১৮ বলের ব্যবধানে বাংলাদেশকে হারাতে হয় পাঁচ উইকেট! ১০৯/০ থেকে একসময় স্কোরবোর্ড দাঁড়ায় ১১৭/৫। তবে শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন কিছু গুরুত্বপূর্ণ শটে দলকে টেনে নিয়ে আসেন জয়ের পথে।এরপর এশিয়া কাপের প্রসঙ্গ টেনে সোহান বলেন, ‘এশিয়া কাপে আমাদের ভাল সুযোগ ছিল, যেটা হাতছাড়া করেছি। ওই জায়গা থেকে আমরা সবসময় ভাবি, কীভাবে ভুলগুলো কমানো যায়। তবে একইসঙ্গে এটাও মনে করি এশিয়া কাপের পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। আর ম্যাচটা আমাদের জন্য জেতা খুব জরুরি ছিল।’

এ বিভাগের আরো খবর