আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন দেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগেই দলের ক্যাম্পে যোগ দেন। তবে এরপর দিল্লি একে একে তিন ম্যাচ খেলে ফেললেও বাংলাদেশের পেসারকে এখনো দিল্লির একাদশে দেখা যায়নি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। টানা তিন ম্যাচ হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকছে দিল্লি। আজ তাদের প্রতিপক্ষ মুম্বাইয়ের অবস্থাও খুব একটা সুবিধার নয়। দুই ম্যাচের দুটিতেই হেরে দিল্লির আগের অবস্থানে রয়েছে তারা।
তাই অপেক্ষাকৃত সহজ এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া দিল্লি ক্যাপিটালস। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ইঙ্গিত দিচ্ছে বেশ কিছু পরিবর্তনের। মুম্বাইয়ের বিপক্ষে ফর্ম হাতড়ে বেড়ানো ব্যাটসম্যান পৃথ্বী শ এবং পেসার খলিল আহমেদ একাদশে জায়গা হারাতে পারেন বলে অনুমান তাদের।
দিল্লির পেসাররা মোটেও ছন্দে নেই। ওভার প্রতি ৯-এর বেশি গড়ে রান দিয়ে তিন ম্যাচে তাদের প্রাপ্তি মোটে ৯ উইকেট। তবু একাদশে এখনো মোস্তাফিজের জায়গা দেখছে না সংবাদমাধ্যমটি। একমাত্র বিদেশি পেসার হিসেবে এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়ার খেলার সম্ভাবনাই বেশি দেখছে তারা।