বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার গোলকিপার ঠেকাল বার্সেলোনার জয়  

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ এপ্রিল, ২০২৩ ১৩:১২

ম্যাচের শুরুর দিকে দুই দলই আক্রমণে গোলের বেশকিছু সুযোগ তৈরি করে। তবে নবম মিনিটে বার্সেলোনা পেয়ে যায় এগিয়ে যাওয়ার সেরা সুযোগ, সেটা অবশ্য জিরোনা খেলোয়াড়দের বদান্যতায়। গোলকিপারের অবস্থান না বুঝে ভুল ব্যাকপাস করেন জিরোনা ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো। দৌড়ে এসে কোনোমতে সে যাত্রায় দলকে বাঁচান গোলকিপার গাজ্জানিগা।

মাঠটা বার্সেলোনার, অথচ সেখানে দুর্ভেদ্য এক দেয়াল তুলে দিল জিরোনা। দেয়ালটা আর্জেন্টাইন, নাম পাউলো গাজ্জানিগা।

সোমবার রাতে বার্সেলোনার ঘরের মাঠে ক্লাবটিকে অনেকটা একা হাতেই আটকে দিয়েছেন জিরোনার আর্জেন্টাইন গোলকিপার। তাতে গোলশুন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শাভি এরনান্দেসের দলকে। এই ম্যাচ পয়েন্ট হারালেও শিরোপার দৌড়ে ১৩ পয়েন্টের লিড নিয়ে এখনও ধরাছোঁয়ার বাইরে বার্সেলোনা।

ম্যাচের শুরুর দিকে দুই দলই আক্রমণে গোলের বেশকিছু সুযোগ তৈরি করে। তবে নবম মিনিটে বার্সেলোনা পেয়ে যায় এগিয়ে যাওয়ার সেরা সুযোগ, সেটা অবশ্য জিরোনা খেলোয়াড়দের বদান্যতায়। গোলকিপারের অবস্থান না বুঝে ভুল ব্যাকপাস করেন জিরোনা ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো। দৌড়ে এসে কোনোমতে সে যাত্রায় দলকে বাঁচান গোলকিপার গাজ্জানিগা।

আর্জেন্টাইন গোলকিপারের অতিমানবীয় হয়ে ওঠার রাতে সেটা ছিল প্রথম ঝলক। এরপর প্রথমার্ধের ৩৬ মিনিটে রাফিনিয়ার শট এবং ৩৭ মিনিটে রোনাল্ড আরাউহোর হেড অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন গাজ্জানিগা। এছাড়া ম্যাচের শেষদিকে একইরকম ক্ষিপ্রতায় রুখে দেন গাভির গোলের প্রচেষ্টাও।

গোলের মোক্ষম সুযোগ জিরোনাও যে পায়নি তা নয়। ৫৫ মিনিটে বার্সা গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি জিরোনার ভালেন্তিন কাস্তেয়ানোস।

গোল না হোক, লিগে উড়তে থাকা বার্সেলোনাকে ঠেকিয়ে দিয়ে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা জিরোনা।

এ বিভাগের আরো খবর