৩৬ বছরের অপেক্ষার পালা শেষে বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে এসেছে।
ফিফা-কোকাকোলা র্যাঙ্কিংয়ের এই ফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ছয় বছর পর সবার ওপরে উঠে এলো লিওনেল মেসির দল।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ে সর্বশেষ শীর্ষে থাকা ব্রাজিলকে টপকে ওপরে উঠেছে আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান এখন তিন নম্বরে।
র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান দুই নম্বরে। বেলজিয়াম চার আর ইংল্যান্ড আছে পাঁচ নম্বরে। ১৯২ নম্বরে আছে বাংলাদেশ।
গত বছর হওয়া কাতার বিশ্বকাপে জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে হারায় ২-০ গোলে। মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে তারা বিধ্বস্ত করে ৭-০ গোলে। আর পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হারে ২-১ গোলে।
এসব ম্যাচের প্রতিফল পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে।