ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে লড়ছে সফরকারী আয়ারল্যান্ড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬ উইকেটে ১৩৫ রান করেছে সফরকারীরা।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১০ রান নিয়ে শুরু করা পিটার মুরকে ১৬ রানে থামিয়ে দেন শরিফুল।
এরপর ষষ্ঠ উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের প্রথম সেশন শেষ করেন হ্যারি টেক্টর ও লরকান টাকার।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৩৬৯ রানে শেষ করে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছিলো আয়ারল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিল আইরিশরা।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান-তাইজুল ইসলাম ২টি করে ও শরিফুল ১টি উইকেট নেন।