ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতার পর মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম দিনের তৃতীয় ও শেষ সেশনে আইরিশদের ২১৪ রানে অলআউট করে স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই ৫ উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ইনিংসের প্রথম ওভারে ফিরেছেন শান্ত, দিনের শেষ বলে উইকেট বিলিয়ে এসেছেন তামিম ইকবালও। তাতে ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিকরা আয়ারল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে ১৮০ রানে।
শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আগ্রাসী ক্রিকেটে বার্তা দেয়া বাংলাদেশ একাদশে ৬ বোলার। তার ফল মেলে দিনের শুরুতে। বাংলাদেশি বোলাররা ১০ ওভারের মধ্যে ফেরান প্রতিপক্ষের দুই ওপেনার মারে কামিন্স (৫) ও জেমস ম্যাককলামকে (১৫)।
শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের পর আঘাতের পর দৃশ্যপটে দুই স্পিনার তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক বলবার্নিকে ১৬ রানে ফেরান তাইজুল। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যায় আয়ারল্যান্ড। সেখান থেকে ফিরে জুটি গড়েন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৭৪ রান। ফিফটি করা টেক্টর মিরাজের বলে এলবিডব্লুউ হলে ভাঙে এই জুটি।
স্পিনারদের ঘূর্ণিতে দ্বিতীয় সেশনে আরও ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। ১ রান করা পিটার মুর ও ৩৪ করা ক্যাম্ফারকে তুলে নেন তাইজুল। ৬ উইকেটে ১৪৫ রানে চা বিরতিয়ে যায় আইরিশরা। তখনো বল হাতে নেননি অধিনায়ক সাকিব আল হাসান। বিরতি থেকে ফিরে ৬৬তম ওভারে প্রথম হাত ঘোরান সাকিব। ৩ ওভার করে উইকেট পাননি তিনি।
শেষ সেশনে বাকি ৪ উইকেটের দুটি নেন তাইজুল। এতে টেস্ট ক্যারিয়ারে ১১তম বারারের মতো ৫ উইকেট নেন তিনি। মিরাজের ২ ও ইবাদতের ২ উইকেটে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।