লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ওই ম্যাচের আগেই সকাল ৮টায় কাল এক চার্টার্ড বিমানে করে দেশ ছাড়েন দিল্লি ক্যাপিটালসের পেসার মোস্তাফিজুর রহমান।
তড়িঘড়ি করে এই উড়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন প্রথম ম্যাচেও হয়তো দেখা যেতে পারে বাংলাদেশের কাটার মাস্টারকে। কিন্তু তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস।
উড়ে গিয়ে দুপুরেই লখনউয়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মোস্তাফিজ। দলটিতে খলিল আহমেদ, মুকেশ কুমার, চেতন সাকারিয়ার মতো পেসার থাকায় হয়তো ভ্রমনক্লান্তিতে থাকা মোস্তাফিজকে একাদেশ রাখেননি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।