বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াল আইরিশরা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩১ মার্চ, ২০২৩ ১৭:০৮

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ের খেসারত দিয়ে এক শ-এর নিচে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জেগছিল। শেষ দিকে শামীম পাটোয়ারির ৫১ রানে ১২৪ রান করে বাংলাদেশ।

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টি-২০ সিরিজে ধবলধোলাই এড়াল আয়ারল্যান্ড। শুক্রবার চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের সাত উইকেটে হারিয়েছে তারা।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ের খেসারত দিয়ে এক শ-এর নিচে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জেগছিল। শেষ দিকে শামীম পাটোয়ারির ৫১ রানে ১২৪ রান করে বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজে প্রথমবার টস জিতে ব্যাটিং বেছে নেন সাকিব আল হাসান। ইনিংসের প্রথম বলে চার মেরে আগের দুই টি-টোয়েন্টির মতো আগ্রাসী শুরু করেছিলেন লিটন দাস। লিটন-রনির ওপেনিং জুটি প্রথম ওভারে ৯ রান নিয়ে আজও বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট লিটন। ৫ রান করেন তিনি। তিনে নেমে দেখে খেলতে গিয়ে বিপদ বাড়ান নাজমুল হোসেন শান্ত। ৮ বলে মাত্র ৪ রান করে এই বাঁহাতি।

উড়িয়ে মারতে গিয়ে ইনিংসের চতুর্থ ওভারে রনি আউট হন ১৪ রান করে। ২৪ রানে ৩ উইকেট হারানোর পরও মেরে খেলে দলের রান বাড়াতে গিয়ে ধারাবাহিক বিরতিতে সাকিব (৬), তাওহিদ হৃদয় (১২) ও অভিষেক হওয়া রিশাদ হোসেন (৮) আউট হলে চাপে পড়ে বাংলাদেশ দল। তবে শান্ত ছাড়া কেউই স্ট্রাইক রেট এক শ-এর নিচে নামতে দেননি।

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একাই লড়েছেন শামিম। ৬১ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে নাসুম আহমেদের সঙ্গে গড়েন ৩৩ রানের জুটি। নাসুম ১৩ রানে আউট হলে ভাঙে এই জুটি। শেষ উইকেটে হাসান মাহমুদকে নিয়ে যোগ করেন আরও ২০ রান। ৪০ বলে পূর্ণ করে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম অর্ধশতক। শামীমের ৫১ রানে বাংলাদেশ পায় ১২৪ রানের লড়াইয়ের পুঁজি।

বাংলাদেশের ছুড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই ওপেনার রস অ্যাডায়ার (৭) উইকেট হারায় আয়ারল্যান্ড। তাকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর লরকান টাকারকে (৪) বিদায় করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শেষ দিকে অভিষিক্ত রিশাদ হোসেনের বলে ৭৭ রানে ফেরেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

এ বিভাগের আরো খবর