স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পরিচিতি ও ইতিহাস তুলে ধরে সম্প্রতি আর্জেন্টিনার পেশাদার লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। সেটির রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপে সমর্থনের জন্য এবার বাংলাদেশ ও ভারতকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কাতার বিশ্বকাপের সময় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা কার না জানা। এই সমর্থনের জেরেই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু হয়েছে। বাংলাদেশে একাডেমি গড়ার অভিপ্রায় নিয়ে বাংলাদেশ সফর করে গেছেন দেশটির নামী ক্লাব রিভার প্লেটের কর্মকর্তারা।
বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে মাতামাতি হওয়ার কথা ভুলে যাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এক ভিডিও বার্তায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন বাংলাদেশকে। ধন্যবাদ জানাতে গিয়ে ভারতের নামটিও মুখে এনেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘আমি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হ্যালো বাংলাদেশ এবং ভারত। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’
গতকাল আর্জেন্টিনার পেশাদার লিগের স্বীকৃত টুইটারে পোস্ট করা হয়েছে ভিডিওটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৬৮ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি।