বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনাল্ডোর মতো উদযাপন করতে গিয়ে হাসপাতালে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মার্চ, ২০২৩ ২০:০৭

স্থানীয় ভিয়েত্তেল এফসি দলের ফুটবলার ট্র্যান হং কিয়েন গোল করার পরই রোনাল্ডোর মতো সিউ উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরে উঠে আবার তাকে রোনাল্ডোর ‘পিস অফ মাইন্ড’ উদযাপনটি করতে দেখা যায়।

বল জালে পাঠিয়ে দৌড় দিলেন গোলদাতা। দুই হাত উপরে তুলে লাফিয়ে উঠে করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডোর মতো ‘সিউ’ উদযাপন। এরপরই হয় বিপত্তি। বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ওই ফুটবলারের। শেষ পর্যন্ত খেলার মাঝে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ঘরোয়া লিগে।

স্থানীয় ভিয়েত্তেল এফসি দলের ফুটবলার ট্র্যান হং কিয়েন গোল করার পরই রোনাল্ডোর মতো সিউ উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরে উঠে আবার তাকে রোনাল্ডোর ‘পিস অফ মাইন্ড’ উদযাপনটি করতে দেখা যায়।

২০১৩ সালে চেলস্যার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবারের মতো ‘সিউ’ উদযাপন করেন রোনাল্ডো। এছাড়া ২০২১-২২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পিস অব মাইন্ড উদযাপনটি করেনন পর্তুগিজ এ ফুটবল তারকা।

এ বিভাগের আরো খবর