আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙল বাংলাদেশ দল। মুশফিকুর রহিমের ঝোড়ো সেঞ্চুরি আর লিটন দাসের ৭০ রানের ইনিংসে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
এর আগের ম্যাচেই নিজেদের দলীয় সংগ্রহের ৩৩৮ রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিকরা, এবার ছাপিয়ে গেলো সেটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই ব্যাটারদের নৈপুণ্যে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল ২৩ রানে রান আউট হয়ে ফিরলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি তুলে পেয়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে শেষটা রাঙিয়েছেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়।
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম দুই ম্যাচে ১ রানের জন্য ফিফটি মিস করেছেন তাওহীদ। বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হতে শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল মুশফিকের। তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে দুই রান নিলেন মুশফিক। পরের বলে অফ স্টাম্পের বাইরের নিচু ফুল টসকে স্কুপ করে সীমানাছাড়া করেন। ইনিংসের শেষ দুই বলে যথাক্রমে ২ এবং ১ রান নিয়ে দেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়া হয়ে যায়।
মুশফিক যখন বীরের বেশে মাঠ ছাড়ছেন, স্কোরবোর্ডে তখন বাংলাদেশের রান দেখাচ্ছে ৬ উইকেটে ৩৪৯।
এ ম্যাচে আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন গ্রাহাম হিউম।
প্রথম ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতে মুখিয়ে থাকা বাংলাদেশ এ ম্যাচে বিশ্রাম দেয় পেসার মুস্তাফিজুর রহমানকে। তার স্থলাভিষিক্ত হন হাসান মাহমুদ।