আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। এতে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান এবং অভিষিক্ত তৌহিদ হৃদয়।
সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ৩৩৮ রান। এই প্রথম একই ম্যাচে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদশের। অধিনায়ক তামিম ফিরেছেন ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়লেও বড় করতে পারেননি। দুজনই থিতু হয়েও ফিরেছেন। লিটন ২৬ ও শান্ত করেন ২৫ রান। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১৩৫ রানের জুটি সাকিব-হৃদয়ের। শুরুতে দেখেশুনে খেললেও পরে ব্যাট চালান তারা। দুজনই ফেরেন শতকের কাছে গিয়ে।
ছয়ে নেমে ১৭০ প্রায় স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে তিন শ রানের পথে রাখেন মুশফিক। শেষ দিকে ইয়াসির আলী রাব্বি (১৭), তাসকিন আহমেদ (১১) ও নাসুম আহমেদের (১১) ছোট কিন্তু কার্যকারী ইনিংসে রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ।
এর আগে টাইগারদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ।