তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সে মিশনে নেমে শুরুতেই হোঁচট খেল টাইগাররা।
দলীয় ২০ রান পার না হতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
ব্যাটিং নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘উইকেট কিছুটা শুষ্ক মনে হচ্ছে। আশা করি দ্বিতীয় ইনিংসে এটি স্পিন সহায়ক হতে পারে।’
মাঠে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে কুরান তুলে নেন লিটনের উইকেট। সাজঘরে ফেরার আগে ঝুলিতে কোনো রান যোগ করতে পারেননি তিনি।
দলীয় ১৭ রানে পতন হয় তামিম ইকবালের উইকেট। ১১ রান করা এ ব্যাটারকেও ফেরান কুরান।
পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে টিকে থাকার চেষ্টা শুরু করেন মুশফিকুর রহিম। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান।