প্রথম দুই ম্যাচে হারার পর নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দুপুর ১২টা থেকে ম্যাচ শুরু হয়।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১ মার্চ প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ২০৯ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৭ উইকেটে করা ৩২৬ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর ফলে ১৩২ রানের বিশাল জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।
আগের দুই ম্যাচের এ ফলের কারণে তৃতীয় ম্যাচ হয়ে গেছে নিয়ম রক্ষার। হোয়াইটওয়াশ এড়াতে এতে জেতার বিকল্প নেই বাংলাদেশের।
টস জিতে তামিম ইকবাল বলেন, ‘উইকেট কিছুটা শুষ্ক মনে হচ্ছে। আশা করি দ্বিতীয় ইনিংসে এটি স্পিন সহায়ক হতে পারে।’
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, দাওয়িদ মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার, মইন আলি, ক্রিস ওয়াকস, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।