তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০৯ রানে বাংলাদেশ অল আউট হয়। ৮ বল আর ৩ উইকেট হাতে রেখেই সে লক্ষ্যের নাগাল পায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মিরপুরের কন্ডিশনকে কাজে লাগানোর কথা বলেছিলেন, কিন্তু ৫০ ওভারের আগেই নিজেদের সব উইকেট হারিয়ে ২০৯ রান করায় তামিম কন্ডিশনকে কতটা কাজে লাগাতে পেরেছেন, তা নিয়ে উঠতে পারে প্রশ্ন।
শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ। দশম ওভারের আগে আরেক ওপেনার তামিম ইকবাল আউট হন দলীয় ৫১ রানে। চতুর্থ উইকেটে পার্টনারশিপের আশা জাগিয়েও থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। দলীয় ৯৫ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রান করে আউট হন এ উইকেটরক্ষক ব্যাটার।
দলের হয়ে এক প্রান্ত আগলে রেখে আদিল রশিদের বলে জেসন রয়ের তালুবন্দি হওয়ার আগে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। বাকি ব্যাটারদের মধ্যে দলের নির্ভরশীলতার প্রতীক সাকিব আল হাসান ৮ রান করে ফিরে যান সাজঘরে, তবে শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করা মাহমুদুল্লাহ প্যাভিলিয়নে ফেরার আগে সংগ্রহ করেন ৩১ রান।
অন্য ব্যাটারদের মধ্যে লোয়ার এন্ডার তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম যথাক্রমে ১৪ ও ১০ রান করে দলীয় সংগ্রহ ২০০ পার করেন। ম্যাচের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলের উইকেট পতনের মধ্য দিয়ে ২০৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংসের চাকা।
প্রথম ওভারে সাকিব আল হাসানকে চার হাঁকানোর এক বল পরেই জেসন রয় (৪) অধিনায়ক তামিমের ক্যাচ হয়ে ফিরলে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। নবম ওভারে দলীয় ৩৫ রানে অন্য ওপেনার ফিল সল্ট (১২) তাইজুলের আর্ম বল বুঝতে না পেরে ফেরেন বোল্ড হয়ে।
তিনে নেমে ডাভিড ম্যালান স্বচ্ছন্দ ছিলেন। স্বল্প বিরতিতে আউট হয়ে চাপ বাড়িয়েছেন জেমস ভিনস (৬) এবং জস বাটলার (৯)। তাইজুলের বলে স্টাম্পড হয়ে ভিনস এবং তাসকিনের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে ফিরেছেন ইংলিশ অধিনায়ক।
৬৫ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা ইংল্যান্ড সামলে ওঠার চেষ্টা করেছে পঞ্চম উইকেটে শেষ মুহূর্তে ওয়ানডে দলে ডাক পাওয়া উইল জ্যাকস এবং ষষ্ঠ উইকেটে মঈন আলীর সঙ্গে ম্যালানের জুটিতে। দুই জুটি থেকে এসেছে সমান ৩৮ রান করে। তবে জ্যাকস (২৬) এবং মঈনও (১৪) ক্রিজে থিতু হওয়ার আগেই আউট হয়েছেন। তাদের দুজনকেই তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ম্যালান ৯২ বলে ফিফটির পর ১৩৪ বলে পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা। ৪৬তম ওভারে তাসকিনের লেগ স্টাম্পে পিচ করা বলটিকে অনায়াসে অন ড্রাইভে সীমানাছাড়া করে ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। একক নৈপুণ্যে ম্যাচ বের করে নিয়েছেন ১৪৫ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকা ম্যালান। শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন স্পিনার আদিল রশিদও।