চলে গেলেন ফরাসি ফুটবল কিংবদন্তি জাস্ট ফন্টেইন। এক বিশ্বকাপে ছয়টি ম্যাচে খেলে মোট ১৩টি গোল করেছিলেন তিনি।
৮৯ বছর বয়সে এই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে ডেইলি মেইল।
ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকারের প্রসঙ্গ উঠলেই মনে পড়ে ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপের কথা। ওই ম্যাচেই তিনি গড়েন ১৩ গোলের রেকর্ড; যা বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল।
ফ্রান্সের হয়ে জাস্ট ফন্টেইন ২১টি ম্যাচে খেলেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দেশের জার্সিতে ৩০টি গোল করেন তিনি।
চোটের কারণে জাস্ট ফন্টেইনের পেশাদার ফুটবল ক্যারিয়ার অচিরেই থমকে যায়। মাত্র ২৮ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।
ফরাসি এ তারকা খেলেছিলেন তিনটি ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে তার গোলের সংখ্যা আড়াইশোর কাছাকাছি।