প্রতি বছর ফিফার বর্ষসেরার পুরস্কার ঘোষণা হলেই আগ্রহ জন্মায় এ নিয়ে। কে কাকে ভোট দিলেন?ব্যালন ডরের এখন আর বাংলাদেশ থেকে ভোট দেয়া সম্ভব হচ্ছে না। সেরা ১০০ দলে না ওঠা পর্যন্ত আপাতত সে সুযোগ থাকছে না। তবে ফিফা দ্য বেস্টে এখনও ভোট দেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
করিম বেনজেমাকে তিন, কিলিয়ান এমবাপ্পেকে দুইয়ে ঠেলে এবারের ফিফার বর্ষসেরা হয়েছেন লিওনেল মেসি।
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তে কোনো পার্থক্য নেই। তাদের মতে, প্রথম: মেসি, দ্বিতীয়: বেনজেমা, তৃতীয়: এমবাপ্পে
নিজেকে বেছে নেয়ার সুযোগ না থাকায় মেসি তার প্রিয় বন্ধু ব্রাজিলের নেইমারকে সেরা খেলোয়াড় হিসেবে ভোট দিয়েছেন। মেসির চোখে: প্রথম: নেইমার, দ্বিতীয়: এমবাপ্পে, তৃতীয়: বেনজেমা
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো ফিফার সেরা খেলোয়াড়ের মনোনয়নের তালিকাতে ছিলেন না। ওদিকে ফিফার সর্বশেষ টুর্নামেন্টেও অধিনায়ক থাকলেও ফিফা বেস্টে ভোট দেননি তিনি।