বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মনোমালিন্যের বিষয়টি আলোচনায় অনেকদিন ধরেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের পর এ নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে।
এতদিন চুপ থাকলেও এবার প্রসঙ্গটি নিয়ে মুখ খুললেন তামিম। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে করা এক সংবাদ সম্মেলনে রোববার তিনি বললেন, সবকিছু স্বাভাবিক আছে।
ক্রিকেটবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ শনিবার পাপনের ওই সাক্ষাৎকার প্রকাশ করে। এতে তিনি বলেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটুকু বলতে পারি। এমন নয় যে আমি সাকিব-তামিমের সমস্যা সমাধানের চেষ্টা করিনি। দুজনের সঙ্গেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি এটা সমাধান করা এ মুহূর্তে সহজ নয়।’
দলের মধ্যে গ্রুপিং নিয়ে চিন্তিত পাপন বলেন, ‘এই গ্রুপিংই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। আর কিছু নিয়ে আমার সমস্যা নেই। আমি এই গ্রুপিং নিয়ে চিন্তিত। ইদানীং এসব শুনছি। বিশ্বকাপেও দলের সঙ্গে হোটেলে না থেকেও এমন অনেক কিছু শুনেছি, দেখেছি... আমি বিশ্বাস করতে পারি না, এসব কী করে সম্ভব। ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। সবাইকে বুঝতে হবে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’
মাঠের বাইরে যাই হোক, সাকিব-তামিম বিসিবি সভাপতিকে নিশ্চয়তা দিয়েছেন এসবের প্রভাব ড্রেসিংরুমে কখনোই পড়বে না। পাপন বলেন, ‘দুজনকেই একটা কথা বলেছি -জানি না তোমাদের মধ্যে কী হচ্ছে, তবে যখন কোনো ম্যাচ বা সিরিজ তোমরা খেলছো, এসব বিষয় যেন সামনে না আসে। দুজনই সে নিশ্চয়তা দিয়েছে। বাইরে তারা কী করছে জানি না, তবে ড্রেসিংরুমে তারা যেন কথা বলে।’
তামিম বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন, তার কাছে পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’
বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই ক্রিকেটার বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়নি। গতকাল (শনিবার) জানতে পেরেছি এটা সম্পর্কে। দেশকে প্রতিনিধিত্ব করার সময় আর কিছুই বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। দল ও দেশকে শতভাগ দেয়াটাই মূল। সবকিছু স্বাভাবিক আছে।’