এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দেশে ম্যাচ আয়োজনের মতো অবকাঠামো না থাকায় হোম ম্যাচটি বাংলাদেশে আয়োজনের অনুরোধ জানায় আফগানিস্তান ফুটবল ফেডারেশন। তাদের সেই অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার এশিয়ান কাপ বাছাই ম্যাচ। একই দিনে ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ভারতের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ‘নিরপেক্ষ হোম ভেন্যু’ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাফুফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
আফগানিস্তান ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক অনুরোধ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসির) অনুমোদনের পর বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের সম্মতি পেলে ম্যাচটি কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত হয়।