স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় হওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পক্ষে অংশ নেয়া এক খেলোয়াড়। অলরাউন্ডার লতা মন্ডলকে এই ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন বিশ্বকাপ দলে না থাকা বাংলাদেশের আরেক ক্রিকেটার।
বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি এক প্রতিবেদনে দুই বাংলাদেশি ক্রিকেটারের এই তথ্য দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এসব ব্যাপার দেখে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকসু)। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে, কোনটা করা যাবে না। যদি কোনো প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আকসুকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়।’
বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার খবর স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবি বিষয়টি সম্পর্কে অবগত। লতা এরই মধ্যে বিষয়টি আকুসকে জানিয়েছে।