বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির সিলেট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:০৮

সোহানের রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে মাশরাফির দল। আর সিলেট স্ট্রাইকার্সের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন তানজিম হাসান সাকিব। বিধ্বংসী বোলিং করে তিনি ঝুলিতে পুরেছেন ২ উইকেট।

রাজধানীর মিরপুরের মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ করে সিলেট। রান তাড়ায় নেমে ওপেনার রনি তালুকদারের ঝড়ো ফিফটির পরও জয় পায়নি রংপুর। ২০ ওভারে ৮ উইকেটে তাদের ইনিংস থামে ১৬৩ রানে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে সিলেট স্ট্রাইকার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। ওই ফাইনালে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

বড় লক্ষ্যে নেমে ভালো হয়নি রংপুরের শুরুটা। তানজিম হাসান সাকিবের প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ১ রানে আউট হন স্যাম বিলিংস। তবে সঙ্গী হারালেও আগ্রাসী ব্যাটিং করেন রনি তালুকদার। কিন্তু গত ম্যাচের নায়ক শামীম পাটুয়ারি মঙ্গলবার সুবিধা করতে পারেননি। ১১ বলে ১৪ রানে তিনি বিদায় নেন জর্জ লিন্ডেকে ক্যাচ দিয়ে। তৃতীয় উইকেটে পুরানের সঙ্গে ৩৪ রানের জুটিতে দলকে জয়ের পথে রাখেন রনি। তবে দলীয় ৬৮ রানে ১৪ বলে ৩০ করে ফেরেন পুরান।

এরপর সিলেটের বোলারদের শাসন করে রনি-সোহান জুটি। দেখেশুনে খেলে ৮২ রানের পার্টনারশিপ করেন তারা। শেষ ৩ ওভারে যখন ৪১ রান প্রয়োজন, তখনই আবার দৃশ্যপটে হাসান সাকিব। প্রথম বলে ফেরান ৩৩ রান করা সোহানকে। একই ওভারে ডট বলে চাপে রাখেন রনিকে। রানের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হন রনি। তার অর্ধশতক করা ইনিংসটি থামে ৫২ বলে ৬৬ রানে। ওখানেই জয়ের আশা শেষ হয়ে যায় রংপুরের। মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট জমা হয় সাকিবের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সিলেট। নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয় যোগ করেন ৬৫ রান। নবম ওভারে এই জুটি ভাঙেন শেখ মেহেদী। ফেরান ৩০ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৪০ রান করা শান্তকে। এই ইনিংসটি খেলার পর চলতি বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার শ-এর ওপর রান করেন শান্ত। পরের ওভারেই আউট হৃদয়। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ২৫ বলে ২৫ রান করেন তিনি।

হৃদয়ের আউটের আগে তিনে নেমে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন মাশরাফি। তবে অধিনায়ককে সঙ্গে দিতে পারেননি জাকির হাসান (১৩ বলে ১৬) ও রায়ান বার্ল (৬ বলে ১৫)। রানের গতি বাড়াতে গিয়ে ডোয়াইন ব্রাভোর শিকার হন মাশরাফি। দারুণ ব্যাটিংয়ে খেলেন ১৬ বলে ২৮ রান করেন। সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিমও।

শেষ দিকে থিসারা পেরেরা ও জর্জ লিন্ডের ২১ বলে ৩৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় সিলেট। থিসারা ১৫ বলে ২১ রান করে আউট হলেও ১০ বলে অপরাজিত ২১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন লিন্ডে। সিলেট তোলে ১৮২ রান। রংপুরের হয়ে জোড়া উইকেট পান হাসান মাহমুদ ও দাসুন শানাকা।

এ বিভাগের আরো খবর