খেলা চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেলেন বেলজিয়ান গোলকিপার আরনে এসপিল । বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বির হয়ে খেলার সময় এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে খেলার সময় একটি পেনাল্টি ঠেকানোর কয়েক সেকেন্ড পরই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী এসপিল। ক্লাব চিকিৎসকরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করেও তার চেতনা ফিরিয়ে আনতে পারেননি।
উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিন সংবাদমাধ্যমকে বলেন, ‘খেলা চলছিল। আমাদের গোলকিপার ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরই পড়ে যায়। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’
ফুটবলের মাঠে এমন মর্মান্তিক ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০০৩ সালে কনফেডারেশনস কাপে কলম্বিয়ার বিপক্ষে খেলা চলাকালে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের মার্ক ভিভিয়ান ফো। ২০১২ সালে ইতালিয়ান ফুটবলার পিয়েরমারিও মোরোসিনিও একই কারণে মাঠেই মৃত্যুবরণ করেন।