বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদ খেয়ে বউ পেটানোর অভিযোগ কাম্বলির বিরুদ্ধে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৮

বিনোদের স্ত্রী দাবি করেছেন, তাকে লক্ষ্য করে একটি কুকিং প্যানের ভাঙা হাতল ছুড়ে মারেন বিনোদ। যা তার মাথায় লাগে। সেখানেই থামেননি বিনোদ। ব্যাট দিয়েও বিনোদ স্ত্রীকে মারতে চান।

মদ খেয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিনোদ কাম্বলির বিরুদ্ধে।

গত শুক্রবারের এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় এজাহার (এফআইআর) করেছেন কাম্বলিরর স্ত্রী আন্দ্রেয়া হিউইট।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, রান্নার প্যানের হাতল দিয়ে স্ত্রীকে মারধর করেন সাবেক এই ক্রিকেটার। ব্যাট দিয়েও মারতে উদ্যত হন তিনি।

এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশের কাছে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন বিনোদের স্ত্রী। নিজের বক্তব্যও রেকর্ড করেছেন।

বান্দ্রা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে পুলিশের দ্বারস্থ হন বিনোদের স্ত্রী আন্দ্রেয়া। তিনি দাবি করেছেন, বান্দ্রা রিক্লেমেশনে জেডব্লুউএল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিনোদ। তারই মধ্যে মদ খেয়ে গালিগালাজ করতে থাকেন তিনি। দুই সন্তানের সামনেই মারমুখী হয়ে ওঠেন।

বিনোদের স্ত্রী দাবি করেছেন, তাকে লক্ষ্য করে একটি কুকিং প্যানের ভাঙা হাতল ছুড়ে মারেন বিনোদ। যা তার মাথায় লাগে। সেখানেই থামেননি বিনোদ। ব্যাট দিয়েও বিনোদ স্ত্রীকে মারতে চান। তার দাবি, কোনওভাবে হাত দিয়ে বিনোদের সেই চেষ্টা রুখে দেন তিনি।

বান্দ্রা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আন্দ্রেয়া।’

পুলিশ জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসার জন্য বান্দ্রার ভাবা হাসপাতালে যান আন্দ্রেলা। সেখান থেকে থানায় যান। সেখানে নিজের বক্তব্য রেকর্ড করেন। নিজের মেডিক্যাল রিপোর্টের একটি কপিও জমা দেন বিনোদের স্ত্রী।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বিপজ্জনক অস্ত্র’ দিয়ে আন্দ্রেয়াকে আঘাত করার অভিযোগে সাবেক ক্রিকেটার বিনোদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির আওতায় শান্তিভঙ্গের অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে।

ভারতের জার্সিতে মোট ১৭ টেস্টে খেলেছিলেন বিনোদ। করেছিলেন ১ হাজার ৮৪ রান। গড় ছিল ৫৪.২। সর্বোচ্চ ২২৭ রান করেছিলেন। চারটি শতরান এবং তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ১০৪টি একদিনের ম্যাচে খেলেছিলেন এই ক্রিকেটার। গড় ছিল ৩২.৫৯। ২ হাজার ৪৭৭ রান করেছিলেন। দুটি শতরান হাঁকিয়েছিলেন। করেছিলেন ১৪ টি অর্ধশতরান।

বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া বিনোদ কাম্বলির আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি পড়ে ২০০০ সালে।

এ বিভাগের আরো খবর