পাকিস্তানের কোয়েটায় পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একটি প্রদর্শনী ম্যাচের কাছে বোমা হামলার ঘটনা ঘটেছে । এ হামলার দায় নিয়েছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোয়েটার নবাব আকবর বুগতি স্টেডিয়ামে চলছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশাওয়ার জালমির প্রদর্শনী ম্যাচ। সেখান থেকে কয়েক মাইল দূরে অবস্থিত পুলিশ লাইন্স এলাকায় বিস্ফোরণের পরে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। ওই বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।
এ ম্যাচে খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের মতো তারকারা।
এদিকে বিস্ফোরণের পর ম্যাচ চলা নিয়ে তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত এ ম্যাচে পেশোয়ারকে তিন রানে হারায় কোয়েটা। এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। পরে সবুজ সংকেত পাওয়ার পর তা আবার শুরু হয়।
সম্প্রতি পেশোয়ারের পাকিস্তানি তালেবানের হামলায় ৮০ জন নিহত হন।