বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: তিন ফরমেটে মিরাজ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ জানুয়ারি, ২০২৩ ১৬:৫১

নতুন করে সুযোগ পেয়েছেন জাকির হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন। আর আগের তালিকা থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

২০২৩ সালের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

নতুন করে সুযোগ পেয়েছেন জাকির হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন। আর আগের তালিকা থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

বিসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ক্রিকেটারদের এই চুক্তির মেয়াদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গতবারের মতো তিন ফরম্যাটে ভাগ করে ২১ খেলোয়াড়কে চুক্তিতে রেখেছে বিসিবি। যেখানে তিন ফরম্যাটে আছেন ৪ জন ও দুই ফরম্যাটে ৭ জন। শুধু এক ফরম্যাটে আছেন বাকি ১০ জন।

কে কোন ফরম্যাটে

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।

এ বিভাগের আরো খবর