বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফিফ-রাসুলির ব্যাটিংয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ১১:২৩

চার খেলায় দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম। তিন খেলায় দুই হারে দুই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঢাকা।

আফিফ হোসেন ও আফগানিস্তানের দারউইশ রাসুলির দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন।

ঢাকার দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে আফিফ-রাসুলির ৬৩ বলে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটিতে চট্টগ্রাম ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

আফিফ হোসেন ৫২ বলে ৬৯ ও দারউইশ রাসুলি ৩৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। চার খেলায় দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম। তিন খেলায় দুই হারে দুই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঢাকা।

এর আগে শুরুতে ব্যাট করতে উদ্বোধনী জুটিতে ঢাকাকে ৬০ রানের সূচনা এনে দেন মিজানুর রহমান ও আফগানিস্তানের উসমান গনি, তবে তাদের রান তোলার গতি টি-টোয়েন্টি মেজাজের ছিল না।

উসমানের ব্যাট থেকে ৩৩ বলে আসে ৪৭ রান। আরেক ওপেনার মিজানুর করেন ৩৩ বলে ২৮।

অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ৩০ যোগ করেন স্কোরবোর্ডে। এতে করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় ঢাকা।

চট্টগ্রামের রানা ও নিহাদুজ্জামান সমান দুটি করে উইকেট নেন।

এ বিভাগের আরো খবর