ঢাকা পর্বে হার দিয়ে বিপিএল শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর পরের দুই ম্যাচে জয় পেলেও এবার নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে দলটি।
শুক্রবার বরিশাল ফরচুনের কাছে ২৬ রানে হার নিয়ে মাঠ ছেড়েছে শুভাগত হোমের দল।
তিন ম্যাচে এটি বরিশালের দ্বিতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচে দ্বিতীয় হার চট্টগ্রামের।
বরিশালের দেয়া ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা ছিল দারুণ। পাকিস্তানি ওপেনার উসমান খান ও ম্যাক্স ওদাউদের উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৮ রান তোলে দলটি।
৩ চার ও ৩ ছয়ে ১৯ বলে ৩৬ রান করা উসমানকে ফিরিয়ে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। এর পরই মূলত দিশেহারা হয়ে পড়ে চট্টগ্রাম। এরপর ভারতীয় উন্মুক্ত চাদের ধীরগতির ২১ বলে ১৬ রানের ফলে আরও চাপে পড়ে চট্টগ্রাম।
আফিফ হোসেনের ২১ বলে ২৮ আর শেষদিকে জিয়াউর রহমানের ২৫ বলে ৩ চার আর ৪ ছক্কায় গড়া ৪৭ রানের ঝড়ো ইনিংসে কেবল পরাজয়ের ব্যবধানটাই একটু কমেছে চট্টগ্রামের। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে স্বাগতিকদের রানের চাকা।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে অধিনায়ক সাকিব আল হাসানের দল।
ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল হক বিজয় ও মেহেদি হাসান মিরাজ। চলতি মৌসুমে প্রথমবার এ দুই ব্যাটারকে ওপেনিং করতে দেখা গেছে। ৩ ওভারে দলীয় ৩৩ রানে জুটি ভেঙে আউট হন মিরাজ।
৩ চার ও এক ছক্কায় ১২ বলে ২৪ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন তিনি। এরপর ৮ রান করে সাকিব আউট হলে কিছুটা চাপে পড়ে দলটি।
এ সময় দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান। মাঝে এনামুল হক বিজয় ৫ চারে ২১ রান করে আউট হলেও জাদরানকে দারুণভাবে সঙ্গ দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদ ১৭ বলে ২৫ রান করেন। এরপর শুরু হয় ইফতেখার-ঝড়। তিনি ৩ চার ও ৫টি ছয়ে ২৬ বলে ৫৭ রানের মারকুটে ইনিংস খেলেন। তার আগে আউট হওয়া জাদরানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৮ রান।