বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
১৪ ফুটবলারের ওই তালিকায় ঠাঁই হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। এতে নাম নেই ফিফার দুইবারের বর্ষসেরা পুরস্কার জেতা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডোর।
২০২২ সালের সার্বিক পারফরম্যান্স বিচার-বিশ্লেষণ করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফিফা।
গত মৌসুম ও কাতার বিশ্বকাপে তেমন কোনো পারফরম্যান্স ছিল না ৩৭ বছর বয়সী রোনালডোর।
অন্যদিকে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির নাম যে তালিকার ওপরের দিকে থাকবে, তা অনুমিতই ছিল। বিশ্বকাপের ফাইনালে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কিলিয়ান এমবাপেও আছেন সেরা খেলোয়াড়দের তালিকায়।
মেসির সঙ্গে আরেক আর্জেন্টাইন সতীর্থ ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও আছেন তালিকায়। এতে নাম আছে পিএসজিতে মেসির সতীর্থ ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারেরও।
ফিফা জানিয়েছে, সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে ২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করা হবে। ভোটাভুটি শেষে ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।
ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, সংবাদমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকরা ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট দেবেন।
মনোনীত ১৪ ফুটবলার
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, লুকা মড্রিচ, নেইমার, মোহাম্মদ সালাহ, হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, কারিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেওয়ানডোভস্কি, সাদিও মানে ও ভিনিসিয়াস জুনিয়র।