আফগানিস্তানের বিপক্ষে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সিরিজের সময় নির্ধারণ করা ছিল আগেই, কিন্তু নারীদের নিয়ে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের নীতির কারণে সিরিজ বাতিল করেছে অজিরা।
ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ বৃহস্পতিবার জানায়, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারত সফর শেষে আমিরাতে হতে যাওয়া এ দ্বিপক্ষীয় সিরিজ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত।
সিএ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি তালেবান সরকার আফগানিস্তানে মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। এ কারণে সিরিজ প্রত্যাহার করা হয়েছে।
একই দিন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস আফগানিস্তানের নারীদের ওপর কড়াকাড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ নিয়ে দুই বছরে দুইবার আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া। এর আগে ২০২১ সালে একই কারণে হোবার্টে একমাত্র টেস্ট স্থগিত করে সিএ।
অস্ট্রেলিয়া সিরিজটি বাতিল করলেও লাভবান হয়েছে আফগানিস্তান। কোনো ম্যাচ না খেলেও ৩০ পয়েন্ট পেয়ে যাবে তারা। এই পয়েন্ট ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে অস্ট্রেলিয়া এ পয়েন্ট ছেড়ে দিলেও তাদের কোনো ক্ষতি হবে না। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে অজিরা।