চার ম্যাচের চারটিতে জয় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্য এসেছে দুঃসংবাদ। ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০ রানের সংগ্রহ এনে দেন তৌহিদ। সে ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও পান তিনি।
সে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বলের আঘাত লেগে বাঁ হাতের তালু এবং আঙুল ফেটে মাঠ ছাড়তে হয় তৌহিদের। এতে করে ৮টি সেলাই দিতে হয় তৌহিদ হৃদয়ের হাতে।
শারীরিক এ পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন এ ব্যাটার। চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তৌহিদ হৃদয়ের।
বিপিএলের চলতি আসরে দারুণ সময় কাটাচ্ছিলেন ২২ বছর বয়সী বগুড়ার তরুণ এ ব্যাটার। টানা তিন ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সিলেটকে চতুর্থ জয় এনে দেন হৃদয়। আর শেষ তিন ম্যাচে হ্যাটট্রিক অর্ধশতক হাঁকিয়ে সেরা রান সংগ্রাহকের দৌঁড়ে শীর্ষে রয়েছেন তিনি।